TTB- Voice of Nation

অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে: রাষ্ট্রপতি

বর্তমান সংসদ ভেঙে দিয়ে জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং সব দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

 

সোমবার (আগস্ট ৫) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান রাষ্ট্রপতি। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মো. সাহাবুদ্দিন।

তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।

 

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন, শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.